গত ১ জানুয়ারি ২০১১ এ স্কলার্স বাংলাদেশ এর অঙ্গসংগঠন 'এথিক্স ক্লাব বাংলাদেশ' বাংলাদেশে প্রথম নৈতিকতা দিবস উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় সদস্যরা 'দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য', 'মঙ্গলকরিবার শক্তিই ধন, বিলাস ধন নয়ে', 'সদা সত্য কথা বলিব' - এসব নীতিবাক্য-সংবলিত ব্যানার বহন করেন। ফরাসউদ্দিন শপথবাক্য পাঠ করান। এরপর শুরু হয় 'মানবতা ও দেশপ্রেম' শীর্ষক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, 'আমাদের দেশে এককালে নৈতিকতার যে উৎসগুলো ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। পাঠ্যবইয়েও এখন আর এসব শিক্ষা দেওয়া হয় না। নৈতিকতার স্থলন রোধে এ অবস্থা থেকে বেরিয় আসতে হবে।'
অনুষ্ঠানটি আয়োজন করেন ‘এথিক্স ক্লাব বাংলাদেশ’
পরিচালনায় ছিলেন
প্রতিষ্ঠাতা ও সভাপতি : এম ই চৌধুরী শামীম
প্রধান নির্বাহী কর্মকর্তা: দিলারা এ খান রুপা
উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন –
- জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান
- বাংলাদেশের ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান
- বাংলাদেশের ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
- অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।