এথিকস ক্লাব বাংলাদেশ এর জাহাঙ্গীরনগর শাখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ৪০ বছর পূর্তিতে গত ২০শে সেপ্টেম্বর ২০১১ এ সিভি লিখা, ক্যারিয়ার পরিকল্পনার, যুব নেতৃত্বের বিকাশ ইত্যাদির ওপর ওয়ার্কশপের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর হায়াৎ মাহমুদ, এথিক্স ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি : এম ই চৌধুরী শামীম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা: দিলারা এ খান রুপা সহ অন্যান্যরা।
no images were found