অনলাইনে গত ২৫ জানুয়ারি ২০২১ তারিখ এ প্রথম আলোর ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল এ লাইভে নৈতিকতা দিবস উদ্যাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি, প্রধান আলোচক ছিলেন মাননীয় পররাস্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি, সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এথিক্স ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম।
অনুষ্ঠানে এথিকস ক্লাব বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান। এথিকস ক্লাবের পক্ষ থেকে এ বছর যে ছয়জনকে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ দেওয়া হবে, তাঁদের নাম ঘোষণা করেন। এই শিক্ষকেরা হলেন—
১. ইমিরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২. অধ্যাপক হায়াৎ মামুদ, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩. অধ্যাপক কাশিনাথ রায়, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
৫. মো. নুরুল আলম, সাবেক প্রধান শিক্ষক, খুলনা জেলা স্কুল
৬. মিল্টন মানখিন, শিক্ষক, ধলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিংহ