অনলাইনে গত সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ তারিখ এ প্রথম আলোর ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল এ লাইভে ১১তম নৈতিকতা দিবস উদ্যাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি, প্রধান আলোচক ছিলেন মাননীয় পররাস্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি, সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এথিক্স ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম। তিনি এথিকস ক্লাব বাংলাদেশের প্রয়াত উপদেষ্টাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘নৈতিকতা সব ক্ষেত্রেই জরুরি এবং আমরা চেষ্টা করছি, শিক্ষাব্যবস্থায় একেবারেই সেই শৈশব থেকে যেন এই নৈতিকতাবোধ আমরা আমাদের শিক্ষার্থীদের মনের মধ্যে প্রবাহিত করে দিতে পারি, যাতে তাদের মনের মধ্যে এটি থাকে। তাহলে সমাজকে নৈতিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’