একজন শিক্ষককে বিষয়ানুযায়ী জ্ঞান ও দক্ষতা যেমন অর্জন করতে হয়। তেমনি তার আচরণ, সময়জ্ঞান, শৃঙ্খলা, বিচারবোধ, সততা ও নিষ্ঠা থাকতে হয়। কর্ম, কর্তব্য, দায় যেমন থাকতে হয় তেমনি সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্বও পালন করতে হয়। উচ্চ নৈতিকতাবোধ, বলা ও লেখার দক্ষতা, পাঠদানের সক্ষমতাসহ আদর্শ মানুষ হতে হয় শিক্ষককে। বস্তুত আদর্শ শিক্ষকই সমাজ সভ্যতার ও মানবিক মানুষ নির্মাণের প্রধান নিয়ামক।
মনোনয়নের নিয়ম
- অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে এবং পিডিএফ ফরম ডাউনলোড করে পূরণ করে ডাকযোগে পাঠাতে পারবেন।
- এছাড়া, ফরমটি ডাউনলোড করে ফটোকপি কিংবা ওয়ার্ড ফাইলে ফরমের নির্দিষ্ট তথ্য লিখে ডাকযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে- info@ethicsclub.com
- ডাকযোগে: আদর্শ শিক্ষক নির্বাচন ২০২২, ভিশন ২০২১ টাওয়ার ১, লেভেল ৮, সফটওয়্যার টেকনোলজি পার্ক, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
মনোনয়নের যোগ্যতা
- মনোনীত শিক্ষক কর্মরত অথবা অবসরপ্রাপ্ত হতে পারবেন।
- প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষক এবং কর্মচারীবৃন্দ নির্ধারিত ফরমের মাধমে আদর্শ শিক্ষক মনোনীত করবেন।
- উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা নির্ধারিত ফরমের মাধমে আদর্শ শিক্ষক মনোনীত করবেন।
- মনোনয়নকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।