ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পল্লী কর্ম সহজিক ফাউন্ডেশন এবং এথিক্স ক্লাব বাংলাদেশ আয়োজিত আসন্ন বাংলাদেশ কিশোর সম্মেলনের জন্য ঢাকা শহরের ৪০টি বিদ্যালয়ের প্রতিনিধি নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে আব্দুল মোমেন। ফজলুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথিক্স ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা এ খান রূপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এথিক্স ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের অংশগ্রহণকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। টিএসসি ক্যাফেটেরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।