কিশোর-কিশোরীদের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আহ্বান জানান তারা।
এথিক্স ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল মোমেন বলেন, আমাদের সামাজিক ও নৈতিক অবক্ষয় ঘটছে। তোমাদের এসব বিষয়ে সোচ্চার হতে হবে। জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে যাতে তোমাদের সবাই নিজেদের আদর্শ হিসেবে বেছে নেয়। মো. আবদুল করিম বলেন, আমাদের চেয়ে তোমাদের জ্ঞান অনেক বেশি। কারণ তোমাদের যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আমাদের সময়ে তথ্যপ্রযুক্তিতে এত অগ্রগতি হয়নি। তোমাদের অদম্য হতে হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে। অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ আগস্ট মাসকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।