নৈতিকতা সম্পর্কে আলোচনার ইতিহাস অনেক পুরনো। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এ নিয়ে তর্কের ঝড় ও আন্দোলনের ঢেউ উঠেছে। বর্তমানে বিশ্বায়নের অভিঘাতে একদিকে কিছু পুরনো সংকটের সমাধান হলেও কিছু সংকট আরো তীব্র হয়েছে। অন্যদিকে কিছু নতুন সংকট সৃষ্টি হচ্ছে, তাতে নৈতিকতা সম্পর্কিত আলোচনা আবার নতুন মাত্রা নিয়ে শুরু হয়েছে। নৈতিকতা কি, এর আবশ্যক ভিত্তি, ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা কতটা অপরিহার্য, নৈতিক জীবন কেমন হওয়া উচিত এসব প্রশ্ন বিশ্বব্যাপী সংকটাপন্ন ব্যক্তিবর্গকে আলোড়িত করে । দেখা যায় সংকটের তীব্রতা বৃদ্ধির সঙ্গে নৈতিকতায় বিচ্যূতির একটি যোগসূত্র রয়েছে। স্পষ্ট বোঝা যায় যে নৈতিকতার সংকট থেকে উত্তরণের জন্য মানুষের নৈতিক জাগরণ অপরিহার্য।
এখন প্রায় সবার কাছেই, সব ক্ষেত্রে নৈতিকতা চর্চার প্রয়োজন বড় হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষ আজ বিশ্বের অন্যান্য দেশের মতোই নানা সংকটে জর্জরিত। রাজনৈতিক অবিশ্বাস, অর্থনৈতিক বৈষম্য, পরিবেশ বিপর্যয়, আর্থিক সন্ত্রাস, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এতে আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের অবস্থা নাজুক হয়ে যেতে পারে। ফলে সরকারি উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত জাতীয়ভাবে নৈতিকতার পুনরুজ্জীবন নিয়ে ভাববার সময় এসেছে।
স্বাধীন বাংলাদেশের গর্বিত মানুষেরা অগ্রসর হতে চেয়েছে। লক্ষ্য ছিল সুখী-সুন্দর বাংলাদেশ। যেখানে সৎ ও যোগ্য মানুষরা পাবে প্রাপ্য স্থান। দারিদ্র্যমুক্ত ও মানবিক সমাজ নির্মিত হবে। মানুষ ভেদাভেদ ভুলে সুশাসনে প্রীত হবে। অথচ প্রত্যাশার প্রাপ্তি ঘটেনি। সমাজ দেহের রন্ধ্রেরন্ধ্রে বিস্তৃত হয়েছে দুর্নীতি। জাতি প্রত্যাশিত গন্তব্য থেকে এখন অনেক দূরে। মানবিকতাশূন্য নেতিবাচক ধ্যানধারণা দ্বারা আক্রান্ত হয়েছে সম্ভাবনাময় তরুনসমাজ । নেশায় আসক্তি, লাভ ও লোভের সীমাহীন স্বার্থান্ধ হিসাব, দেশপ্রেমহীন জীবনাচরণ এবং দেশমাতৃকাকে অবহেলা ও উপেক্ষা করে সমৃদ্ধির প্রত্যাশায় দেশত্যাগের প্রবণতাও প্রবল হয়েছে। মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব বা কর্তব্য তা পালন করা হচ্ছে না। কিন্তু কেন আমরা এমন ভাঙ্গনের মুখোমুখি এসে দাঁড়ালাম? উত্তর, আমরা নৈতিকভাবে কাম্য সুদৃঢ় অবস্থানে নেই। আমরা কল্যাণ ও সুন্দরের সাধনায় নিবেদিত নই। আমরা শ্রেয়র ভাবনায় যথার্থ মনোযোগী হইনি। এ অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন ।
পাঠ্যপুস্তক ও মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থায় কোনোভাবেই সৎ, দেশপ্রেমিক ও উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন নাগরিক সৃষ্টি করা সম্ভব না। প্রচলিত শিক্ষাব্যবস্থায় সনদনির্ভর চাকুরিপ্রত্যাশী মানুষ সৃষ্টি সম্ভব হলেও তা দিয়ে জাতিকে কাঙ্খিত গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব নয় ।
দুর্নীতিতে নিমজ্জিত দেশপ্রেমহীন কিছু ব্যক্তির প্রভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের পথ ধরে এখন তার সামাজিকীকরণ ঘটছে। হতাশাগ্রস্ত তারুণ্য ধাবিত হচ্ছে বিভ্রান্তির পথে। সামাজিক ও সামষ্টিক ভাবনার পরিবর্তে ব্যক্তির মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হচ্ছে। এ অবস্থায় প্রয়োজন শুভবুদ্ধিসম্পন্ন, সৎ, দেশপ্রেমিক, নৈতিকতাসম্পন্ন মানবিক মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যা অধোগতিকে রোধ করতে পারে। এজন্য একটি সার্বিক ও দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলন প্রয়োজন । এ আন্দোলন দেশকে উপহার দেবে একটি সৎ, দেশপ্রেমিক, নৈতিকতাবোধসম্পন্ন, মুক্তবুদ্ধিসম্পন্ন, অসাম্প্রদায়িক, নৈতিক ও মানবিক নতুন প্রজন্ম ।
আমরা সুস্থ্য ও সুন্দরভাবে বাঁচতে চাই। মূল্যবোধের অভাবহেতু মুমূর্ষু মানবিকতা রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করতে চাই। আমরা নীতি, নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে চাই। আমরা একটি প্রজন্ম নির্মাণ করতে চাই, যারা শ্রেয়মূল্যবোধসম্পন্ন হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা একটি মুক্তবুদ্ধিসম্পন্ন, সচেতন, সৎ, দেশপ্রেমিক ও মানবিক দৃষ্টিসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই ।
দেশের ভবিষ্যত যাতে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে রাজনীতি ও প্রশাসনসহ সকল ক্ষেত্রে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন । এ কাজ সহজসাধ্য নয় । কঠিন, বিশাল ও দীর্ঘসাধনালব্ধ এ কাজ করার মানসে আমরা গঠন করেছি এথিক্স ক্লাব বাংলাদেশ। দেশের সর্বস্তরে নৈতিকবোধসম্পন্ন, মুক্তবুদ্ধিসম্পন্ন, অসাম্প্রদায়িক ও উচ্চ মানবিক মূল্যবোধসম্পন্ন জাতীয় সংস্কৃতি গড়ে তুলতে এবং সমাজের সর্বত্র গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার ঐকান্তিক প্রচেষ্টা গ্রহণ করবে এথিক্স ক্লাব বাংলাদেশ।